নেওয়া পদক্ষেপ

ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, মতামত বিশেষজ্ঞদের। পরিস্থিতি ভয়াবহ। সংক্রমণের রেশ পড়েছে বাংলায়ও। আক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন বহু মানুষ। আর তাদের দেহ পড়ে থাকছে ঘণ্টার পর ঘণ্টা বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে তৎপর হল কলকাতা পুরসভা। এবার করোনা–আক্রান্তের মৃত্যু হলে পূর্ণ মর্যাদায় সেই দেহ সৎকার করা হবে বলে জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। তার জন্য দেওয়া হয়েছে কিছু নম্বরও। প্রচারের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের ফোন নম্বরও দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে। নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা।