শান্ত নীরবতায় সন্ধ্যা হয়
যত পাখিদের কোলাহল শেষে ;
এ ধরণী আজ ক্লান্ত হয়ে
ডুবে গেছে হতাশার দেশে |
সকলের চোখ যেন ক্রমে বিজড়িত হয়ে আসে
চারিদিকে মৃত্যু ভয় ;
হতাশার কালো আকাশে আজও হয়নি সূর্যোদয় |
কত মানুষ যেন আজ অচেনা ঘাসে মাথা রেখে চিরনিদ্রায়
মৃতের স্তুপ বাড়তে থাকে ;
মস্তিষ্কের হুকুমে প্রতিটি মানুষ যেন সভাপতি হতে চায় সচেতন সত্তায় |
চারিদিকে সন্ধ্যা হয় শান্ত নীরবতায়
সমস্ত ব্যস্ততা ভুলে ঘরে ফেরার ডাক ;
কত বিধিনিষেধ জারি আজ বেঁচে থাকার চাহিদায় |
মানুষ আজ মরীচিকা হয়ে স্বস্তির অবকাশ খুঁজতে চায়
কত দিন মজুর উর্ধ্বশ্বাসে ছুটছে কিছু অর্থের আশায় ;
বেলা বয়ে গেলে সন্ধ্যা হয় শান্ত নীরবতায় |
এ পৃথিবী যেন এক বিষন্ন নগরী, দূর থেকে ভেসে আসে কত পোড়া লাশের ঘ্রান ;
অদৃশ্য আঘাতে সর্বহারা মানুষ গুলো যেন বাঁচতে চায় সচেতন সত্তায় |
একদিন এ পৃথিবীতে আনন্দের কোলাহল ছিল শিশিরের মতো স্বচ্ছতায়
দিকে দিকে কোলাহল আজ ডুবে গেছে ;
গাঢ় বিষন্নতার স্পষ্টতায়|
চারিদিকে সন্ধ্যা হয় শান্ত নীরবতায়
সমস্ত ব্যস্ততা ভুলে ঘরে ফেরার ডাক ;
কত বিধি নিষেধ জারি আজ বেঁচে থাকার চাহিদায় |
…………… রাহুল দাস