নির্ভয়া কাণ্ডের নৃশংসতা ফিরল উত্তরপ্রদেশে

দিল্লির নির্ভয়া কাণ্ডের নৃশংসতা ফিরল যোগীরাজ্যে। ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এখানেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। নাবালিকার জিভ কেটে, চোখ উপড়ে ফেলা হয়েছে।

উত্তরপ্রদেশের লক্ষিমপুরের খেরি জেলার ঘটনা। ধৃতরা একই গ্রামের বাসিন্দা। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে। ঐ গ্রামেরই একটি আখের খেত থেকে ঐ কিশোরীর দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত, ধর্ষণের পর, নিজেদের বাঁচাতেই, কিশোরীকে শ্বাসরোধ করে মারা হয়েছে। পাশাপাশি দেহ বিকৃত করতে কিশোরীর চোখ উপড়ে, জিভ কেটে ফেলা হয়েছে।

জেলা পুলিশের প্রধান জানিয়েছেন যে, তেরো বছরের ঐ কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে প্রমাণিত হয়েছে যে, কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল। লক্ষিমপুরের খেরি জেলার যে গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে, সেই গ্রামটি লখনউ থেকে ১৩০ কিলোমিটার দূরে, নেপাল সীমান্তের কাছেই।