নিম্নমানের কাজের অভিযোগ তুলে নর্দমার কাজ বন্ধ করে দিল বাসিন্দারা

নিম্নমানের কাজের অভিযোগ তুলে নর্দমা তৈরির কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে এলাকায় নর্দমার কাজ ঠিকঠাক হচ্ছে না। কাজে যে নিম্নমানের উপকরণ ব্যবহার হচ্ছে তাতে ক্ষোভ উগড়ে দিয়ে দিয়ে কাজের প্লান এবং হিসেব প্রকাশের দাবি করে স্থানীয় বাসিন্দারা। ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতে কালুগছ থেকে একটি নর্দমা তৈরীর কাজ শুরু হলেও ওই কাজের প্ল্যান ও এস্টিমেট সহ প্রকৃত তথ্য প্রকাশ না করা পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। সংশ্লিষ্ট বিষয়ে তারা ইসলামপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। অবিলম্বে মহাকুমা শাসককে এই কাজটি পরিদর্শন করে যাওয়ার দাবিও রেখেছেন তারা।

এলাকার বাসিন্দা সালাউদ্দিন জানান, সিডিউল অনুযায়ী এখানে কাজ হচ্ছে না ।তাই তারা কাজ বন্ধ করে দিচ্ছেন। অন্যদিকে রামগঞ্জ অঞ্চল তৃণমূল সভাপতি ইদ্রিস আলম বলেন ,কালুগছ এলাকা থেকে যে নর্দমা তৈরি হচ্ছে তার জন্য বরাদ্দ হয়েছে সাতচল্লিশ লক্ষ টাকা। সেখানে প্রয়োজন অনুযায়ী রড দেওয়া হয়নি এবং কাজটি নিম্নমানের হয়েছে। যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ঠিকাদারকে বলেও কাজের প্ল্যান ও এস্টিমেট পাওয়া যায়নি ।তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বরাতপ্রাপ্ত ঠিকাদার সিদ্দিক আলম জানান, কাজ শুরু করার সময় সেখানে বোর্ড টানিয়ে দেয়া হয়েছে এবং সেখানে সমস্ত সিডিউল উল্লেখ করা রয়েছে। ব্যক্তিগতভাবে কাউকে সিডিউল বিলি করা নিয়ম নেই। কাজ ভাল হচ্ছে তাই এলাকার বাসিন্দারা খুশি ।তবে কিছু লোক আছে তাদের সঙ্গে লেনদেনের হিসাব না করা হলে তারা কাজে বাধা দেয়।