আমাকে গ্রেপ্তার করুনঃ সিবিআইকে চ্যালেঞ্জ মমতার।

ওয়েব ডেস্কঃ সোমবার সকাল সকাল রাজ্যের মন্ত্রীদের গ্রেফতারের পর সটান নিজাম প্যালেসে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নারদ মামলায় তৃণমূল কংগ্রেসের চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। কোনও নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চার জনকে তুলে আনা হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয়। নিজাম প্যালাসে আলাদা ঘরে চারজন হেভিওয়েটকে রাখা হয়েছে। এই মুহূর্তে নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। নিজাম প্যালেসের ভেতরে গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের আইনজীবীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন বলে জানা গেছে। মুখ্যমন্তীর দাবি, রাজ্যকে না জানিয়ে মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে। এভাবে গ্রেপ্তার করা বে আইনী। তাই তাকেও গ্রেপ্তার করার জন্য সিবিআই আধিকারিকদের চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি। নাহলে তিনি সিবিআই দফতর থেকে বেরোবেন না। খবর লেখা অবধি কলকাতার সিবি আই দপ্তর নিজাম প্যালেসে রয়েছেন মুখ্যমন্ত্রী।