নিউ টাউনে চলবে অ্যাপ বেসড সাইকেল পরিষেবা

কলকাতা: সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নিউটাউনে চালু হতে চলেছে স্মার্ট সাইকেল পরিষেবা। নিউটাউনের রাস্তায় চলবে অ্যাপ বেসড সাইকেল পরিষেবা। নিউটাউনকে আর‌ও বেশি পরিবেশবান্ধব করে তোলার জন্য সাইকেল চালানোর উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েক বছর আগেই। এবার সেই পরিকল্পনায় অত্যাধুনিকতার ছোঁয়া নিয়ে আসছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)।

ইতিমধ্যেই, এনকেডিএ-র দফতরে ১০০ টি অ্যাপ নির্ভর সাইকেল নিয়ে আসা হয়েছে। পাশাপাশি সাইকেল পার্ক করার জন্য তৈরি করা হচ্ছে আলাদা ২০টি সাইকেল ‘ডকিং স্টেশন’। নির্দিষ্ট ডকিং স্টেশনগুলিতেই সাইকেল রাখতে হবে যাত্রীদের।

সূত্রের খবর, প্রাথমিক ভাবে এই ভাড়া শুরু হবে ১০ টাকা করে। গন্তব্যের ডকিং স্টেশনে সাইকেল রেখে ট্রিপটি ‘স্টপ’ করলে সাইকেল ফের লক হয়ে যাবে। এই নতুন নিয়মে আর নিউটাউনে সাইকেল নিয়ে সমস্যা হবে না সাধারণ মানুষের। এই প্রকল্প লাভবান হলে, কলকাতার বিভিন্ন প্রান্তে এই উদ্যোগ নেওয়া হবে।