নাগরের টলটলে জলে
ভেসে যায় স্বপ্নীল মেঘেরা
ভেসে যায় পুরাতন ইতিহাস কথা
আদিগন্ত খোলামেলা বাতাসের প্রেমালাপ
মনু মাঝির ভাটিয়ালির সুরের মূর্ছনায়
ঢেউ ওঠে নদীর তরঙ্গায়িত বুকে
মানুষের দুঃখ-সুখের জীবনগাথা বুকে নিয়ে
নাগর বয়ে চলেছে আপন খেয়ালে দিনের পর দিন
মাসের পর মাস,বছরের পর বছর
বিরতিহীন সেই চলায়
ক্রমশ মিশে যেতে থাকি আমি
মিশে যেতে থাকে আমার যাবতীয়
নাগর জানে মনের সব গোপন কথা
ফেলে আসা শৈশব স্মৃতি,লুকোনো আবেগের ঢেউ,দুঃখ সুখের আলাপন,সময়ের অভিঘাত সব
নাগর চেনে সব গোপন ব্যথাদের
সে ছুঁয়ে দিলেই মন শীতল হয়ে যায়
তাঁর কোনো চাওয়া নেই,অভিমান নেই,ক্লান্তি নেই
নিরুদ্বেগ সে চলায়
আমার মনের দুকূল ছাপিয়ে সে বয়ে যায়
ভালবাসার পরশ বুলিয়ে সে বয়ে যায়
আর নাগরের স্নিগ্ধ জলে মন ডুবিয়ে
সারা বিকেল একা পাড়ে বসে আমি
গেয়ে চলি অন্তহীন ভালবাসার গান।।
…………বিনীতা সরকার