নবম ও একদাশ শ্রেণীর স্কুল পরীক্ষায় অনুত্তীর্ণদের দ্বিতীয় সুযোগ দেবে সিবিএসই। বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্রীয় ওই পরীক্ষা নিয়ামক পর্ষদ। জানা গিয়েছে; অনলাইন অথবা অফলাইন; কোনও এক পদ্ধতিতে পরীক্ষা নিতে পারবে স্কুলগুলো। পড়ুয়াদের এককালীন এই সুবিধা শুধু এ বছরের জন্য দেওয়া হবে। চলতি সঙ্কটের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত সিবিএসই’র। বৃহস্পতিবার জানান বোর্ডের কন্ট্রোলার সায়ন ভরদ্বাজ। এদিকে; দশম ও দ্বাদশ শ্রেণীর ঝুলে থাকা বোর্ড পরীক্ষা ১-১৫ জুলাইয়ের মধ্য আয়োজিত করা হবে। এমনটাই সিবিএসই সূত্রে খবর।