নন্দীগ্রাম না টালিগঞ্জ?

এবার শুরু জল্পনা। নন্দীগ্রাম ঘটনার পর টালিগঞ্জে মুখ্যমন্ত্রীর প্রার্থী হওয়া জল্পনা শুরু হল রাজনৈতিক মহলে। তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মমতা। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিন মমতা বলেছিলেন, আমি নন্দীগ্রামের পাশাপাশি টালিগঞ্জেও দাঁড়াতে পারি।

তবে মুখ্যমন্ত্রী যদি শেষ পর্যন্ত নন্দীগ্রামের পাশাপাশিই টালিগঞ্জ থেকেও লড়েন, তা মোটেই নজিরবিহীন হবে না। কারণ, আগে অসংখ্য মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও এমন নজির রয়েছে। প্রসঙ্গত, নন্দীগ্রামে ভোট আগামী ১ এপ্রিল, আর টালিগঞ্জ আসনে ভোট ১০ এপ্রিল।