নদীর জল দূষিত হওয়ায় নিষিদ্ধ হল মাছ ধরা

লাগামছাড়া ভাবে হচ্ছে জলদূষণ। বজ্র পদার্থে ভর্তি হচ্ছে নদীর জল।বাড়ছে দূষণের মাত্রা এবং তার ফলে কমে যাচ্ছে জলজ প্রাণীর সংখ্যা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবার থেকে যমুনা নদীর একাংশে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে দিল্লি সরকার। সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে, যমুনা নদীতে দুষণের মাত্রা অতিরিক্ত। সেকারণে ইন্ডিয়ান ফিসারিজ অ্যাক্ট অনুসারে যমুনার দুটি নির্দিষ্ট অংশে মাছ ধরার যাবতীয় ছাড়পত্রকে আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই এলাকায় মা ছ ধরা নিষিদ্ধ। একদিকে কম জল ও অন্য়দিকে দুষণের জেরে এই ঘটনা হচ্ছে। এদিকে যমুনার বিভিন্ন অংশে মাছ ধরাটাই অনেকের জীবিকার মধ্যে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বাইরে থেকে জল এসে নদীতে মিশছে এমন এলাকাগুলিতেই মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। হিন্ডন ক্যানেল, গাজিপুর ড্রেন, শাদিপুর ড্রেন সহ নির্দিষ্ট কয়েকটি এলাকার কথা উল্লেখ করা হয়েছে।