নতুন সাইবার সুরক্ষা নীতি আসছে

গত ছ’বছরে সব ক্ষেত্রেই দেশের অগ্রগতি দেখা গেছে। এবার কর্মক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বড়োসড়ো পরিবর্তন নিয়ে এল মোদি সরকার। ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের ফলে দেশের পক্ষে একটি শক্তিশালী ইন্টিগ্রেটেড সাইবার সিকিউরিটি সিস্টেম থাকা খুব জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই নতুন ‘সাইবার সুরক্ষা নীতি’র নীলনকশা শীঘ্রই আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।