নতুন শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যের শিক্ষামন্ত্রী

নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তিনি জানান, এই নতুন শিক্ষানীতি নির্ধারণের সময় বাংলা থেকে কোনরকম মতামত নেয়নি কেন্দ্র।

এদিন তিনি বলেন, নতুন শিক্ষানীতি নিয়ে আমাদের আপত্তি রয়েছে। পাঁচ বছরে এই শিক্ষানীতি চালু কিছুতেই সম্ভব নয়। নতুন শিক্ষানীতি চালু করতে গেলে তার আগে বহু পরিকাঠামো তৈরি করতে হবে। পরিকাঠামো উন্নয়ন-এর জন্য যে পরিমাণ অর্থ খরচ হবে তা কোন সরকার বহন করবে সে সম্পর্কে কোন দিশা দেখানো হয়নি এই নতুন শিক্ষানীতিতে, এমনটাও জানান তিনি।

আপাতত এই শিক্ষানীতির বিষয়টি পর্যালোচনার জন্য ছয় সদস্যের কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি। এই কমিটি রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে সরকারকে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করবে। এই রিপোর্টের ওপর ভিত্তি করে সরকার সিদ্ধান্ত নেবে আদৌ এই শিক্ষানীতি কোন যৌক্তিকতা আছে কিনা।