নতুন বছরে শুরু হল প্রথম ফ্ল‍্যাশের পাতা তোলার কাজ, আশায় চাবাগানগুলি

কোভিড আতঙ্ক কাটিয়ে সামনের দিকে দেশের শিল্প মহল। এই করোনার কালো মেঘ কাটিয়ে নতুন বছরে লাভের মুখ দেখার আশা করছে উত্তরবঙ্গের বিভিন্ন চা-বাগানগুলো‌। এবছরের শুরুতেই আশা আকাঙ্খা নিয়ে উত্তরের চাবাগান গুলিতে শুরু হয়ে গেল ফ্ল্যাশ পাতা তোলার কাজ।

সূত্রের খবর, চা-বাগানে‌ প্রথম ফ্ল‍্যাশের পাতা বরাবরই উৎকৃষ্ট বলে মানা হয়। এজন্য সারা বছরের তুলনায় এই পাতার দামও অনেক বেশি থাকে। লক ডাউনের জেরে গত বছর দীর্ঘদিন বন্ধ ছিল সমস্ত চা-বাগান‌। ওই সময়টাই ছিল কাঁচা চা-পাতা উৎপাদনের অন‍্যতম সময়। এজন্য প্রথম ফ্ল‍্যাশের পাতা তুলতে না পারায় বিভিন্ন চা-বাগান কর্তৃপক্ষ‌কে ব‍্যাপক ক্ষতির সম্মুখিন হতে হয়েছিল। পরবর্তীতে বাগান খোলা‌র পর কাঁচা চা-পাতার দাম বাড়লেও তা দীর্ঘদিন স্থায়ী ছিল না। জলপাইগুড়ি ডেঙ্গু‌য়াঝাড় চা-বাগানে‌র সিনিয়র ম‍্যানেজার জীবন‌চন্দ্র পাণ্ডে বলেন, এবছর চা-বাগানের প্রথম ফ্ল‍্যাশের পাতায় খুব ভাল লাভ হবে বলে আশাবাদী তাঁরা। বলেন, এবছর বসন্তের শুরু থেকেই বাগানে‌র প্রথম ফ্ল‍্যাশের পাতা তুলতে পারছি আমরা। পাতার গুণগত মান ও উৎপাদন খুব ভাল হয়েছে বলে‌ও জানান তিনি।