নতুন দু’টি উড়ালপুল তৈরি করবে রাজ্য সরকার

এ বার দক্ষিণ কলকাতায় দু’টি নতুন উড়ালপুল তৈরির পরিকল্পনা নিল রাজ্য সরকার। ইএম বাইপাসে জোড়া উড়ালপুল তৈরি হবে। তাতে শহরের দক্ষিণ কলকাতার যানজট অনেক কমে যাবে। দুটি উড়ালপুল নির্মাণের খরচ পুরোটাই রাজ্য সরকার বহন করবে। প্রায় ১,৪০০ কোটি টাকা খরচ হবে এই পরিকল্পনায়।

দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলি থেকে কলকাতা বিমানবন্দরে যাতায়াতের পথ সুগম করতেই জোড়া উড়ালপুল নির্মাণের পরিকল্পনা নিয়েছে প্রশাসন। নির্মাণ কাজ শুরু হলে, দু’বছরের মধ্যে শেষ করার সময় সীমা বেঁধে দিতে চায় রাজ্য।