ভারতের তরফ থেকে নতুন উদ্যোগ। সব ধরনের পরিস্থিতি দেখে শিক্ষা নিয়েছে ভারত। করোনা মহামারীর পর এবার পরের মহামারীর সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। এবার মোবাইল হাসপাতালের সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রয়োজন পড়লে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে এই মোবাইল হসপিটালকে।
আপাতত এই দুটি মোবাইল হাসপাতাল রাখা হবে চেন্নাই ও নয়াদিল্লিতে। বিশেষ করে গ্রামের দিকে হাসপাতাল কম। সেখানে যাতে প্রয়োজনে চিকিৎসা পৌঁছনো যায়, তাই এই বন্দোবস্ত। এই দুটি মোবাইল হসপিটালের খরচ বহন করবে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বচ্ছ্ব ভারত যোজনা।