নতুন আধুনিকতার ছোঁয়া হবে মিলেনিয়াম পার্কে

আট একর জমিতে অবস্থিত হওয়া সত্বেও সংস্কারের অভাবের ফলে দর্শক টানতে পিছিয়ে পড়ছে গঙ্গার তীরে ফেয়ারলি প্লেস ঘাট লাগোয়া দর্শনীয় স্থান মিলেনিয়াম পার্ক। কোন আধুনিকতার ছোঁয়া নেই এই পার্কে। এবার আর দেরি না করে ফের পার্কটিকে আকর্ষণীয় করে তুলতে চাইছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ।

১৯৯৯ সালে আট একরের বেশি পটপট রাষ্ট্রের অধীনস্থ এই এলাকার উপর গড়ে উঠেছিল মিলেনিয়াম পার্ক। মিলেনিয়াম পার্ক যে জায়গায় অবস্থিত সেই জায়গাটি পোর্ট ট্রাস্টের অধীনস্থ। সম্প্রতি কেএমডিএ চেয়ারম্যান ফিরহাদ হাকিম পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে মিলেনিয়াম পার্ক সংস্কারের সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিশেষজ্ঞ সংস্থার সাহায্যে এই পার্কে আরো অত্যাধুনিক করে তোলা হবে। বাড়ানো হবে রাইডের সংখ্যা। উন্মুক্ত জিম, উন্নত খাবার ব্যবস্থা, বিজ্ঞানভিত্তিক তথ্যচিত্র, প্রযুক্তিনির্ভর খেলাধুলার ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে এই পার্কে।