ধেয়ে আসছে বুরেভি

ঘূর্ণিঝড় নিভারের রেশ কাটতে না কাটতেই আরও এক সাইক্লোন ধেয়ে আসছে সাগরের বুক ধরে। তামিলনাড়ুর কন্যাকুমারী এলাকায় মান্নার উপকূল হয়ে রামেশ্বরমের স্থলভূমিতে আছড়ে পড়তে চলেছে বুরেভি সাইক্লোন। আগামী তিনদিন সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উপকূলীয় জেলায় ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বুরেভির প্রভাবে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই ঝড়ের কোনও প্রভাব পড়বে না এই রাজ্যে। চলবে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সংলগ্ন এলাকায়।