আমি কিন্তু ঠিক, মুক্ত হতে চাইনি!
শেকলে বদ্ধ হতেও, আমি যে পারিনি;
আমি শুধু পাহাড়কে, বড্ড ভালোবাসি!
ধূসর পাহাড়ে বন্দী ভীষণ,ওই স্নিগ্ধতার রাশি।
কিন্তু সে স্নিগ্ধতা,আমায় করছে যে বড্ড বঞ্চিত!
পাহাড়ি ধূসরতা আমাতেই,বেশ আছে সঞ্চিত।
ধূসর শেকলের ধাঁধায়,নিজেই তো বন্দী আমি !
ধূসর ধাঁধায়-ধূসর শেকলের,সে কি ভীষণরকম হামি!
এমন বাঁধন,চাইনি যে আমি এই ধূসরতার মোড়কে
হাঁটতে চেয়েছি একটু শুধু,সেই স্নিগ্ধ পাহাড়ি সড়কে।
তবে স্নিগ্ধতা ব্যস্ত ভীষণ,আমায় মুক্তি দিতে…
আমি যে ইতি,ওর সূচীপত্রের ঠিক প্রথম পাতাতে।
আমার সূচনাতেই,সমাপ্ত সেই স্নিগ্ধ পাহাড়ি রেখা!
আমার সূচীপত্রের প্রতিটি অধ্যায়,শুধু যে ধূসর কলমে লেখা।।
……….. দেবাঙ্গনা ঘোষ