ধূপগুড়ির ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ দেবে প্রধানমন্ত্রী

মঙ্গলবার রাতে ধূপগুড়ি জলঢাকা সেতুর কাছে পাথরবোঝাই লড়ির সঙ্গে টাটা ম্যাজিক ও মারুতি ভ্যানের ধাক্কা লাগয় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ শিশু–সহ ১৪ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত ১৫ জন। এই মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত ১৪ জনের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।