ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে দেশ

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে ধীরে ধীরে কমছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা যুদ্ধে একটু একটু করে এগোচ্ছে দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। গত ৭৪ দিনে সবচেয়ে কম হল। অ্যাক্টিভ কেস অত্যন্ত স্বস্তির বার্তা দিচ্ছে। সুস্থতার হারও অত্যন্ত সন্তোষজনক। একদিনের মৃতের সংখ্যা ১,৬৪৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছে ৯৭,৭৪৩ আক্রান্ত। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩। ইতিমধ্যেই আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের। মনে করা হচ্ছে আগামী অক্টোবর মাসেই ভারতে শুরু হয়ে যেতে পারে করোনাভাইরাস তৃতীয় ঢেউ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৮৮ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ১১২ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৫৮। মৃতদের মধ্যে ১৫ জন উত্তর ২৪ পরগনার, ১১ জন কলকাতার। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ২৪০।