আগামী ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শহরে একটি টোটো র্যালি বের করল জলপাইগুড়ি ই-রিকশা চালক ইউনিয়নের সদস্যরা। ই-রিকশা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন, এদিনের এই কর্মসূচির মাাধ্যমে আগামী ২৬ শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচার চালানো হয়।করোনা পরিস্থিতির জন্য আয়করবিহীন পরিবারগুলিকে মাসে ৭৫০০ টাকা দেওয়ার দাবি করেন তারা। পরিবারের প্রত্যেক সদস্যকে মাসে ১০ কেজি খাদ্যশস্য সরবরাহ ও রেগা প্রকল্পে ২০০ দিনের কাজ চালু করার দাবি তোলা হয়। কেন্দ্রীয় সরকারের কৃষক স্বার্থ বিরোধী নয়া কৃষি আইনের বিরুদ্ধে এবং শ্রমিক কর্মচারীদের স্বার্থ বিরোধী নীতিগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২৬ নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো। ধর্মঘটের সমর্থনে ৭ দফা দাবিতে প্রচার চালানো হয় এদিন।