ধর্মঘটের বিরোধিতায় পথে নামল তৃনমূল

একাধিক বাম শ্রমিক সংগঠনের ডাকা বন্ধের সমর্থনে আজ যেখানে বাম কর্মীরা রাস্তায় বন্ধ করতে পথে নামল ঠিক বন্ধের বিরোধিতা করে এদিকে এদিন রাস্তায় নামল তৃণমূলের কর্মী-সমর্থকরা। জানা গেছে জলপাইগুড়িতে বন্ধের বিরোধিতা করে পথে নামতে দেখা গেলো তৃনমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানীকে। এদিন তাকে দলীয় কর্মীদের নিয়ে জলপাইগুড়ি সমাজ পাড়াস্থিত তৃনমুল জেলা কার্যালয়ের সামনের রাস্তা থেকে বন্ধের ইসুকে সমর্থন করার পাশাপাশি বন্ধকে বিরোধিতা করে শহরের রাস্তায় হাটতে দেখা গেলো তাদের।

ঘটনায় তৃনমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানী বলেন কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন চালাচ্ছি। তাই আমরা বাম ও কংগ্রেসের যৌথ আন্দোলনের দাবী গুলিকে সমর্থন করি। তাই আমরা আজকে বাম বা কংগ্রেসের সাথে সংহাতে যাইনি। কিন্তু আমারা বন্ধের বিরোধিতা করি তাই জনজীবন স্বাভাবিক রাখার জন্য রাস্তায় নেমে মানুষের কাছে জনজীবন স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছি।