দেশে একদিনে করোনায় আক্রান্ত ৬৪ হাজার ৫০০ মানুষ

গত কয়েকদিন ধরেই ৬০ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়ছিল। গতকাল বৃহস্পতিবার রেকর্ড ভেঙে আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজার মানুষ। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রামিত হয়েছে ৬৪ হাজার ৫৫৩ জন। সেই সঙ্গেই দেশের মোট কোভিড পজিটিভ রোগীর সংখ্যা পৌঁছে গেছে ২৪ লাখ ৬১ হাজার ১৯০ জনে। খানিকটা থামল সংক্রমণের ঊর্ধ্বমুখী গতি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় সংক্রমণে মৃত্যু হয়েছে ১০০৭ জন কোভিড রোগীর। মারণ ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা এখন ৪৮ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যুহার ২ শতাংশের নিচে নেমে গেছে। গতকালের হিসেবে ১.৯৬% ছিল। আজ তা আরও সামান্য কমে হয়েছে ১.৯৫ শতাংশ। অন্যদিকে একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৫৫ হাজার ৫৭৩ জন। দেশে এখন কোভিডজয়ীর সংখ্যা সাড়ে ১৭ লাখ পেরিয়ে গিয়েছে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৭১.১৭%।