দেশের ব্যাঙ্কগুলিতে সবচেয়ে বেশি অঙ্কের ঋণ খেলাপি রয়েছে যে সংস্থাগুলির, সেই রকম ৫০ জনের নামের তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তালিকায় রয়েছেন ব্যবসায়ী মেহুল চোক্সি, ঝুনঝুনওয়ালা ব্রাদার্স, এবং বিজয় মালিয়া। মঙ্গলবার তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন সাকেত গোখলে, তার উত্তরে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ২০১৯ এর ৩০ সেপ্টেম্বর থেকে ৫০টি সংস্থার ৬৮,৬০৭ কোটি টাকা “রিটন অফ” রয়েছে। এই রিটন অফ শব্দের অর্থ, যে নির্দিষ্ট পরিমাণ অর্থের মূল্য শূন্যে পরিণত হয়েছে। রিটন অফ হল সেই অনাদায়ী ঋণ, যা প্রায় লোকসানের তালিকায় চলে গিয়েছে, যদিও ব্যাঙ্কের তরফে আদায়ের চেষ্টা চালানো হয়েছে।