দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্যে ৫০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করল আরবিআই

করোনা ভাইরাসের ফলে দেশে হওয়া অর্থনৈতিক পরিস্থিতির মোকাবিলায় রিজার্ভ ব্যাংক গোটা পরিস্থিতির দিকে খেয়াল রাখছে, সাংবাদিক সম্মেলন করে বললেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস । মানবিকতার স্বার্থে যা যা প্রয়োজন তাই করতে হবে, বলেন তিনি । আইএমএফ ইতিমধ্যেই গোটা বিশ্বে মহামন্দার আভাস দিয়েছে। এই অন্ধকার সময়েও আশার আলো দেখতে হবে, বলেন আরবিআইয়ের গভর্নর। সারা বিশ্ব এখন টালামাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, একথাও বলেন তিনি। তবে দেশের করোনা পরিস্থিতির যুঝতে যাঁরা সামনের সারিতে রয়েছেন তাঁদের কুর্ণিশ জানান শক্তিকান্ত দাস। তিনি বলেন, এই মুহূর্তে ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষে বৃদ্ধির সম্ভাব্য হার ৭.৪ শতাংশ। তবে জি ২০ দেশগুলোর মধ্যে ভারতের পরিস্থিতিই যে সবচেয়ে ভাল, এদেশে বৃদ্ধির হার অন্যদের তুলনায় যে ভালো একথাও মনে করিয়ে দেন তিনি। শক্তিকান্ত দাস বলেন, দেশের ব্যাংকগুলোতে নগদের জোগান বাড়ানো হয়েছে। জিডিপির ৩.২ শতাংশ নগদের জোগান দেওয়া হয়েছে।