দেশের অর্থনৈতিকে চাঙ্গা করতে মোদী সরকারের নয়া পথ

দেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করতে ১০০ দিনের কাজের প্রকল্পে জোর দিল নরেন্দ্র মোদীর সরকার। প্রথম আওয়াজটা উঠেছিল এই বাংলা থেকেই। কেন্দ্রীয় সরকারকে ১০০ দিনের কাজ বাড়াতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ–সহ আটটি বড় রাজ্য থেকে ১০০ দিনের কাজের প্রকল্প আরও বেশি করে চালু করার অনুরোধ করা হয়েছে।

সরকারি আধিকারিকরা জানান, এই পরিস্থিতিতে মানুষের আয় কমেছে। কাজ হারিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাই করোনাভাইরাস পরিস্থিতিতে ১০০ দিনের কাজের চাহিদা বহু গুণে বেড়ে গিয়েছে। মোদী সরকারের তরফে জানানো হয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য সরকার আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।