দেখি মুকুটটা আজ পড়ে আছে, রাজাই শুধু নেই।।

দীর্ঘ অপেক্ষার অবসানের পর কোপার শিরোপা জিতল আর্জেন্টিনা। নীল সাদা সমর্থকদের মুখে হাসি ফুটলেও কোথাও যেন তাদের মনে আক্ষেপ হয়ে যায়। কারণ ট্রফি জিতলেও সেই দৃশ্য দেখতে পারলেন না তাদের প্রিয় ফুটবলার মারাদোনা। ফুটবল জগৎ-কে কাঁদিয়ে গত ২৫ নভেম্বর মারাদোনা পাড়ি দেন না ফেরার দেশে । মাঠে বসে তিনি দেখে যেতে পারলেন না লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের সাফল্য , সেই আক্ষেপের ছাপ স্পষ্ট ফুটে উঠে নীল-সাদা বাহিনীর মুখে।
আর্জেন্টিনার খেলা হলেই তিনি ছুটে যেতেন মাঠে। দুই হাত উঠিয়ে, বুকটা চিতিয়ে উল্লাসে ফেটে পড়তেন তিনি এবং বিগত ২৮ বছর কোপার শিরোপা জেতার আশায় বুক বেঁধে ছিলেন।

ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে পরাজিত করে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। ২২ মিনিটের গোলে জয়ের নায়ক ডি মারিয়া। উচ্ছ্বাসে ফেটে পড়ে আর্জেন্টিনা।
তবে আজ তিনি থাকলে ছবিটা হয়তো কিছুটা অন্যরকম হতো।
কে জানে, হয়ত স্বর্গে বসেই তিনি উপভোগ করছেন উত্তরসূরিদের সাফল্য আর বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ছোটাছুটি করছেন, যেমনটা করতেন গ্যালারিতে।