দুয়ারে সরকার কর্মসূচীর পর দুস্কৃতির তাণ্ডব কামাখ্যাগুড়িতে

দুয়ারে সরকার কর্মসূচিতে তান্ডব চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি মিশন হাইস্কুলে। জানা গেছে গতকাল বুধবার কামাখ্যাগুড়ি স্কুলের মাঠে দুয়ারে সরকারের শিবির বসে। শিবিরে স্কুলের যাবতীয় আসবাব, বেঞ্চ, টেবিল, চেয়ার ব্যবহার করা হয় বলে জানা গেছে। এদিন প্রায় সন্ধ্যা ৭ পর্যন্ত এই কর্মসূচী চলে তারপর বৃষ্টির রাতে দুস্কতিরা হামলা চালায় বলে অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষ ।

অভিযোগ স্কুলের প্রায় ৮ বেঞ্চ, ভাঙচুর করে দুস্কৃতি এছাড়াও লাইব্রেরি থেকে কিছু ফেলা দেয় । এছাড়াও স্থানীয় আরও অভিযোগ উঠে আসছে মাঝে মধ্যেই স্কুলে অসমাজিক কার্যকালাপ চলায় কিছু অসাধু ব্যক্তি । এর আগেও স্কুলের বিভিন্ন জিনিস চুরির ঘটনাও ঘটে তবে প্রশ্ন স্কুলে নৈশ প্রহরী থাকা সত্বেও কি করে এমন ঘটনা ঘটে । গোটা বিষয় নিয়ে পুলিশের দারস্থ হয়েছেন স্কুল কর্তৃপক্ষ । এই বিষয়ে স্কুলের পরিচালন কমিটি সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি দুলাল দে বলেন, দুয়ারে সরকার শেষ হওয়ার পর দুস্কৃতিরা এমন ঘটনা ঘটিয়েছে সঠিক তদন্ত জন্য পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি