দুদিন কর্মবিরতির ডাক পশ্চিমবঙ্গ রাজ্য চুক্তিভিত্তিক কর্মী ইউনিয়নের , বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রাজ্য জুড়ে

ন্যূনতম বেতন ২১হাজার টাকা দিতে হবে এবং পিএফ esi সহ ৭ দফা দাবি তুলে আগামী ফেব্রুয়ারির ২ ও ৩ তারিখ কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ঠিকা কর্মী ইউনিয়ন। ইউনিয়নের তরফের বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানানো হয় তাদের এই দাবিগুলি নিয়ে গত বছর ১৪ ই ডিসেম্বর রাজ্য বিদ্যুৎ মন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবিগুলো স্বপক্ষে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি সরকারের তরফে। তাই অবিলম্বে তাদের দাবিগুলো পূরণ করতে হবে এই দাবি তুলে আগামী ২ ও ৩ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে ইউনিয়নের তরফে। এদিন সংগঠনের তরফ এ জানানো হয়েছে তাদের এই আন্দোলন চলাকালীন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা হতে পারে। তাই রাজ্যবাসী যাতে এই সমস্যা হলেও তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার আবেদন জানানো হয়।