দুঃস্থদের সাহায্যের জন্য ট্রাক বোঝাই খাবার ও ত্রাণ আমেথি পাঠালেন রাহুল গান্ধি

লোকসভা ভোটে আমেথি তাঁকে খালি হাতে ফেরালেও, বিপর্যয়ে (Lockdown) এলাকার প্রতি দরাজ হলেন রাহুল গান্ধি। কংগ্রেস সাংসদের (Rahul Gandhi) সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যালোচনা করে এই দাবি করেছেন বিশ্লেষকরা। সম্প্রতি ছয় ট্রাক খাদ্য ও ত্রাণ সামগ্রী (Food and Relief Materials) আমেথি পাঠান এই কংগ্রেস সাংসদ। এলাকার জেলা কার্যালয়ে (Amethi) গিয়ে পৌঁছেছে ট্রাকবোঝাই সেই সামগ্রী। শুক্রবার কংগ্রেসের তরফে এমন দাবি করা হয়েছে। সূত্রের খবর, এলাকার প্রাক্তন এই কংগ্রেস সাংসদ পাঁচ ট্রাক বোঝাই চাল ও গম পাঠিয়েছেন। পাশাপাশি এক ট্রাক রান্নার তেল, ডাল ও অন্য সামগ্রী পাঠিয়েছেন। তাঁর নির্দেশ, “এলাকার দুঃস্থ ও গরিব পরিবারের মধ্যে বিতরণ করতে হবে এই ত্রাণ।” জেলা কংগ্রেসের সভাপতি অনিল সিং বলেছেন, “এটা রাহুল গান্ধির সৌজন্য। উনি নিশ্চিত করতে চেয়েছেন এলাকার কেউ, যাতে এই বিপর্যয়ে অসুবিধার মধ্যে না পড়েন। এখনও পর্যন্ত ১৬, ৪০০ ব্যাগ রেশনসামগ্রী বিতরণ করা হয়েছে। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮৭৭টি গ্রাম পঞ্চায়েত আর ৭টি নগর পঞ্চায়েতে বিলি করা হয়েছে সেই ত্রাণ।”