নিজেদের বিয়ে অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে একটু অন্যরকম ভাবে প্রীতিভোজের আয়োজন করল জলপাইগুড়ি নিবাসী নবদম্পতি। বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে গরিব ও দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল ও মিষ্টি বিতরণ করলেন জলপাইগুড়ির বাসিন্দা নবদম্পতি। চা-বাগান সহ বিভিন্ন এলাকার মানুষদের হাতে মাস্কও তুলে দিয়েছেন তারা।
জানা গেছে , জলপাইগুড়ি শহরের কদমতলা মিউসিপালটি মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা স্নেহাশিস রায় ও পাণ্ডাপাড়ার বাসিন্দা চয়নিকা আচার্যের বিয়ে হয়। আগে থেকেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন জাঁকজমকপূর্ণ বিয়ের বাড়তি খরচ না করে গরিব ও দুঃস্থ মানুষদের জন্য কিছু করবেন তাঁরা। সেই অনুযায়ী নবদম্পতি মিলে প্রচুর সংখ্যক অসহায় মানুষের হাতে কম্বল, মিষ্টি ও মাস্ক তুলে দেন। পাশাপাশি দরিদ্র পরিবারের শিশুদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন তাঁরা।স্নেহাশিস ও চয়নিকার বিয়ে উপলক্ষে এই সহায়তা পেয়ে সকলেই খুব খুশি হন। তারা আশীর্বাদ করেন নবদম্পতিকে।৷