দীর্ঘ দুইমাস পর অবশেষে জামিন পেলেন ডাক্তার তুষার সরকার। সূত্রের খবর নয়মাস আগের পুরোনো মামলায় পুলিশ গ্রেপ্তার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তার রায়গঞ্জ নিবাসী তুষার সরকারকে। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তাঁর প্রতিবাদ এবং কার্যকলাপের জন্য এলাকায় খুব নাম ডাক ছিল তুষার বাবুর। অভিযোগ, তুষার সরকারকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে এরপর জামিন অযোগ্যধারায় বিভিন্ন সাজানো কেসে তাকে জেলে বন্দি করে রাখে। এনিয়ে রায়গঞ্জ জুড়ে উত্তেজনা ক্রমশ বাড়ছিল।
দীর্ঘ দুইমাসের বেশী সময় ধরে, রায়গঞ্জ ও হাইকোর্টে চলে শুনানি। গত ১৯শে নভেম্বর একটা মামলায় জামিন লাভ করার পর, আজ দ্বিতীয় মামলাতেও, মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে তুষারের জামিন আনল লিগাল সেল।
তুষারের পরিবারের অভিযোগ, অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই গ্রেপ্তার করেছিল তুষারকে।এমনকি প্রশাসনের একটা অংশ থেকে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে সে শাসক দলের বশ্যতা স্বীকার করে।দীর্ঘ দুইমাসের আইনে লড়াইয়ে জামিন পেয়ে খুশি তুষার সরকারের পরিবার ও প্রতিবেশীরা।