নিজস্ব সংবাদদাতা: হিংসার আগুনে জ্বলছে দিল্ল্লি। মৌজপুর, ব্রহ্মপুরী, ভজনপুরা চক, গোকুলপুরী-সহ বিভিন্ন এলাকায় চলে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রাজধানীতে হিংসার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮।
– হিংসার ঘটনায় বিভিন্ন মহলে প্রবল বিতর্কের মুখে পড়ে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের প্রধান শনিবার অবসরগ্রহণ করছেন। তাঁর জায়গায় আনা হয়েছে আইপিএস অফিসার এসএন শ্রীবাস্তবকে দায়িত্ব দেওয়া হয়েছে। দিল্লির হিংসা ছড়িয়ে পড়ার পরই তাঁকে সিআরপিএফ থেকে তুলে এনে স্পেশ্যাল কমিশনারের পদে বসিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে বহিষ্কৃত আপ নেতা তাহির হুসেনের বাড়িতে সিট গিয়েছে। ভজনপুরা এলাকায় খুলছে দোকানপাট।