দিল্লি পাড়ি দিল মালদার আম

মালদার সুবিখ্যাত আম এবারে পাড়ি দিল ভারতবর্ষের রাজধানী দিল্লি। রাজ্য সরকারের সহযোগিতায় এবং মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার আনন্দবিহার ট্রেনে করে প্রায় পাঁচ টন আম পাড়ি দেয় দিল্লি। পশ্চিমবঙ্গ তথা মালদার আম বাজার ধরে রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে মালদা রেলস্টেশনে উপস্থিত ছিলেন ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা, সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এই বিষয়ে ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, মালদা জেলার আম জগৎ বিখ্যাত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় আজ মালদার সুবিখ্যাত ল্যাংড়া এবং হিমসাগর আম কোভিড বিধি মেনে পাড়ি দিল দিল্লির বঙ্গভবনে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মালদার আমের স্বাদ যাতে দিল্লিবাসী অনুভব করতে পারে তার উদ্যোগ নিয়েছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সেই উদ্যোগকে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সাধুবাদ জানায়। তারই অঙ্গ হিসাবে এদিন প্রাথমিক পর্যায়ে প্রথম ধাপে জেলা তথা বিশ্বের সুবিখ্যাত ল্যাংড়া এবং হিমসাগর আম পাড়ি দিল দিল্লি।