দিল্লির হিংসার ঘটনায় দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ

বুধবার দিল্লির হিংসার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা উল্লেখ করে ১৭৫০০ পাতার দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। পূর্ব দিল্লির কারকারডোমা আদালতে পেশ করা হয়েছে এই চার্জশিট।

এই চার্জশিটে মূলত সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যারা দাঙ্গার সময় ২৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হিংসার ঘটনায় ইন্ধন জুগিয়েছিল। চার্জশিটের সঙ্গে পুলিশ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যাট যুক্ত করেছে। এই দীর্ঘ চার্জশিটে উল্লেখ রয়েছে ৭৪৭ জন সাক্ষীর বয়ান।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে হঠাৎই দিল্লিতে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। নাগরিকত্ব আইনের বিরোধিতা করে এই হিংসা ছড়িয়েছিল বলে দাবি করেছিল একপক্ষ। পুরো ঘটনায় মৃত্যু হয় ৫৩ জনের।