দিল্লিতে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে তুমুল বৃষ্টিপাতে নাকাল শহরবাসী। স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার পর্যন্ত শহরে জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছে ৪৭.৫ মিমি, স্বাভাবিকের থেকে ৫৬ শতাংশ কম। আবহাওয়া দফ্তরের তরফে জানানো হয়েছে, বৃষ্টিপাতের পরিমান বাড়তে চলেছে।
১ জুন থেকে বর্ষার আগমন হয়েছে। শহরে স্বাভাবিকের থেকে ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। দিল্লিতে মরসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে রবিবার, বৃষ্টিপাতের ফলে কোমর অবধি সফদরগঞ্জ, রিডজ এবং লোধী রোড অঞ্চলে জল জমে গিয়েছে। এলাকা জলমগ্ন হওয়ায় স্থানীয় বাসিন্দারা জনজীবন বিপন্ন হয়েছে। বৃষ্টিপাতের ফলে চার জন ব্যক্তির প্রাণহানি ঘটেছে। ভারী বৃষ্টির ফলে বুধবার শহরের বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এবং ট্রাফিক পরিষেবা ব্যাহত হয়েছে।