দিল্লির আদেশে নতুন সভাপতি সুকান্ত, অবসারিত দিলীপ

রাজ্য বিজেপির নতুন সভাপতি হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বাসিন্দা সুকান্ত মজুমদার। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুন সিং-এর স্বাক্ষরিত চিঠিতে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা করা হয়।

এর ফলে উত্তরবঙ্গ থেকে এই প্রথম কেউ বিজেপির রাজ্য সভাপতি হলেন। সুকন্তু মজুমদারকে রাজ্য সভাপতি করায় স্বাভাবিক ভাবেই খুশি উত্তবঙ্গের বিজেপি কর্মী সমর্থকেরা। উত্তরবঙ্গ থেকে নির্বাচিত আরেক বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বলেন, যোগ্য লোককে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে বিজেপি সূত্রের খবর, গত জুলাই মাসে পরবর্তী সভাপতি হিসেবে সর্বভারতীয় নেতৃত্ব যখন দিলীপ ঘোষের মতামত চেয়েছিলেন, তখন সুকান্ত মজুমদারের নামই নামই সুপারিশ করেছিলেন দিলীপ বাবু। এদিকে তাঁর অপসারণের খবর পাওয়ার পর দিলীপ বাবু বলেন, বিজেপিতে এরকম হয়েই থাকে,এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আর তাছাড়া এই পরিবর্তনতো আমিই চেয়েছিলাম। এব্যাপারে আগেই আমি দলের সর্বভারতীয় নেতৃত্বকে আমার মতামত জানিয়ে দিয়ে ছিলাম। উল্লেখ্য, দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরালেও তাঁকে সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। ফলে শুধু পরিষদীয় দল পরিচালনায়ই নয়, সাংগঠনিক ক্ষেত্রেও সর্বভারতীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর পছন্দকে গুরুত্বকে দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে।