দিল্লিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা – গোটা শহর এ চলছে নজরদারি

গতকাল অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের ট্রাক্টর র‌্যালিকে কেন্দ্র করে রাজধানীতে এক রণক্ষেত্রের রূপ নিয়েছিল চলতি কৃষক আন্দোলন। রেডফোর্ট এ শুরু হয় কৃষক – পুলিশের সংঘর্ষ, চলে পাথর এবং কাদাঁন গ্যাস ছোড়া।

দিল্লির রাস্তায় কৃষক-পুলিসে কার্যত রণক্ষেত্রের পর ১৫ টি মামলা রজু করা হয়েছে। অশান্তির আঁচ যাতে না ছড়িয়ে পড়ে তাই সিঙ্ঘু, টিকরি, গাজিপুর-সহ দিল্লির ৫টি সীমানায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

ট্রাক্টর উল্টে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । জখম ৮৬ জন পুলিশকর্মী। সম্পত্তি নষ্টের অভিযোগও উঠেছে। কার্যত শান্তিপূর্ণ বিক্ষোভ শেষপর্যন্ত হাঙ্গামার আকার নিয়েছিল রাজধানীর রাস্তায়। অবশেষে  রাতে লাল কেল্লা থেকে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিস। পাশাপাশি Tractor Rally বন্ধের নির্দেশ কৃষক সংগঠনের।