পুজোর আর ১৫ দিনও বাকি নেই। পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল রাজনৈতিক ভাবে বন্ধু হতে পারেন কিন্তু প্রশাসক হিসেবে দুজনের চিন্তাধরায় বিস্তর ফারাক দেখা যাচ্ছে। কারন কোভিড সংক্রমণের মধ্যেও বাংলায় দুর্গাপুজো হচ্ছে আড়ম্বরের সঙ্গেই, কিন্তু রাজধানী দিল্লিতে এখনও পুজোর অনুমতিই দিলেন না মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফলে রাজধানীতে দুর্গাপুজো এবার হচ্ছে না বলেই ধরে নিচ্ছেন অনেকে।
অর্থনৈতিক এই সংকটের মধ্যে যখন বাংলার ক্লাবগুলোকে রাজ্য সরকার পুজোর জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে তখন, কেজরিওয়াল সরকার টাকা দেওয়া তো দূরের কথা, সংক্রমণ থেকে মানুষের নিরাপত্তার কথা ভেবে পুজোর অনুমতিই দিচ্ছেন না। অনেকের মতে, পরিস্থিতির কথা মাথায় রেখে সঠিক পদক্ষেপই নিয়েছে কেজরিওয়াল সরকার।