দিলীপ ঘোষের উপর হামলা…

নিজস্ব সংবাদদাতা: লেকটাউনে চায়ে পে চর্চায় গিয়ে  গো ব্যাক শ্লোগান শুনতে হল বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান শুধু নয় তার উপর হামলা করা হয় বলে অভিযোগ।  অভিযোগ তৃণমূলের দিকে। তবে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দিদিকে বলো’ প্রচার শুরু করার দিন কয়েকের মধ্যেই একই ঢঙে দিলীপ শুরু বাবু ‘চায়ে পে চর্চা। শুরু করেছেন। এদিন সকালে সেই প্রচারেই লেকটাউনের দক্ষিণদাঁড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে তাঁকে পড়তে হয়। তাঁর বিরুদ্ধে ওঠে গো ব্যাক স্লোগান। বিজেপি কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে বলে অভিযোগ বিজেপির। হাতাহাতিতেও জড়ান দু দলের সমর্থকরা। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন বিজেপি সভাপতি।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘এ ভাবে ওরা আমাকে স্বাগত জানাল। ওরাই আমাকে পাবলিসিটি করে দেয়। আসলে তৃণমূল আমাকে ভয় পেয়েছে। আমার সামনেই চেয়ার-টেবিল ভেঙে দেওয়া হয়।’

পালটা প্রতিক্রিয়া জানিয়ে দিলীপকে একহাত নিয়েছেন তৃণমূল বিধায়ক সুজিত বসু। তিনি বলেন, ‘বিজেপি বলেছিল ক্ষমতায় এলে চাকরি দেবে। ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে। এ সবের জন্যই মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ আছে। এটা তারই বহিঃপ্রকাশ। আর ওঁদের অ্যাসেসমেন্টে ভুল ছিল। চা খাওয়ার জায়গা অনেক আছে। ওরা ভুল করে তৃণমূলের খুব শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় ঢুকে পড়েছিল।’