রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং । আর ওই চিঠিকে ঘিরে পাহাড়ের রাজনৈতিক প্লটে শোরগোল পড়েছে। সূত্রের খবর দীর্ঘদিন ধরে পাহাড় সমস্যার এবং এবং গোর্খা সম্প্রদায়ের স্বপ্নকে বাস্তবায়নে এর আগে মোর্চাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। মোর্চা নেতা বিনয় তামাং তাঁর খোলা চিঠিতে দার্জিলিং তরাই এবং ডুয়ার্সের বসবাসকারী নেপালি গোর্খাদের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে শীঘ্রই মোদিকে জানান। জানা গেছে এই খোলা চিঠির একটি পত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাঠানো হয়েছে বলে মোর্চার তরফে দাবি করা।হয়েছে।