দার্জিলিং মোড়ে বেলিব্রিজের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গৌতম দেবের

দার্জিলিং মোড়ের ট্রাফিক সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। দার্জিলিং মোড়ের ট্রাফিক সমস্যা নিয়ে বিস্তর অভিযোগ শহরবাসীর। এনিয়ে রাজনীতিও কম হয়নি। এবার বিধানসবা নির্বাচনের সামনে দার্জিলিং মোড়ের বেইলি ব্রিজ চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন পর্যটনমন্ত্রী।

সোমবার মৈনাক টুরিস্ট লজে এক সাংবাদিক বৈঠক করে সেখানে মন্ত্রী জানান দার্জিলিং মোড়কে ৪ লেন রাস্তা হওয়ার কথা ছিল,কিন্তু পরবর্তীতে তা ৬লেনের রাস্তা হবে বলে জানিয়েছেন,কিন্তু কোনো অজানা এক কারণে তা বন্ধ হয়ে রয়েছে।দার্জিলিং মোড়ের যানজট সমস্যা নিরসনে বেলিব্রিজ করার জন্য মুখ্যমন্ত্রী র কাছে আর্জি জানাতে চলেছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ।মুখ্যমন্ত্রী দার্জিলিং মোড়ের যানজটের সমস্যা বারবার জানানোর সত্ত্বেও তবুও এই কাজ চালু না হওয়ায় শহরবাসীকে প্রতিদিন এই সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে। বেলিব্রিজের মাধ্যমে এই সমস্যা সমাধান হতে পারে সেই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী কে জানাবেন।