দশ বছরে তৃনমূল সরকার প্রভূত কাজ করেছে -চন্দ্রিমা ভট্টাচার্য

আলিপুরদুয়ারে মহিলা মোর্চার সম্মেলনে এসে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে তৃণমূলের মহিলা শাখাকে আরো মজবুত করতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাগৃহে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, তৃনমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী ।

তিনি কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা তুলে ধরে মহিলাদের বাড়ি বাড়ি প্রচারের কথা জানান। এদিন কৃষি আইনের প্রতিবাদে এক মিছিল ও আয়োজিত হয় ।রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,গত ১০ বছরের রাজ্যের মা মাটি মানুষের সরকার রাজ্যে প্রভূত কাজ করেছে।আলিপুরদুয়ার কে জেলা করেছে।কন্যাশ্রী থেকে শুরু করে নানা প্রকল্প করেছে এই সরকার।