দশরথ তিরকির বিজেপিতে যোগদানের পরেই আলিপুরদুয়ারে বিক্ষোভ বিজেপি কর্মীদের

প্রাক্তন তৃনমূল সাংসদ দশরথ তিরকির বিজেপিতে যোগ দিতেই বিক্ষোভের ছবি দেখা গেল আলিপুরদুয়ারে। এদিন মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে শুভেন্দু সঙ্গে আলিপুরদুয়ারের তৃনমূল নেতা দশরথ তিরকিও পদ্মফুলে নাম লেখান। আর এতেই জেলা বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ জমেছে।বিজেপি কর্মীরা দলীয় পতাকা হাতে আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকের কামাখ্যাগুড়িতে বিক্ষোভ দেখাতে শুরু করে।

তাদের বক্তব্য, তৃণমূলের হার্মাদ দশরথ তিরকে কোনমতেই দলে নেওয়া যাবে না। দশরথ তিরকের দলে কোনো ঠাঁই নেই । এদিন কামাখ্যাগুড়ি প্রধান সড়কে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। উল্লেখ‍্য এদিন মেদিনিপুরে বিজেপির অমিত সাহ জনসভায় বিজেপিতে যোগদান করে দশরথ তিরকে ।
ওপরদিকে দশরথ তিরকে তৃণমূল থেকে চলে গেলে দলে কোনো প্রভাব পড়বেনা বলে স্পষ্ট জানিয়ে দিল তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী । মৃদুল গোস্বামী জানান তৃণমূল দল একটা সমুদ্র আর সমুদ্র থেকে এক চামচ জল তুলে নিলে কিছূ যায় আসেনা।