দশমীর দুপুরেই প্রতিমা বিসর্জনের ভিড়

আজ বিজয়া দশমী মায়ের বিদায়বেলা, আবার একটা বছরের অপেক্ষা সেই উপলক্ষে সকাল থেকেই শহর শিলিগুড়ির বিভিন্ন পুজোর প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

করোনা আবহে গোটা বিশ্ব আজ সঙ্কটে, রাজ্যে বেড়েছে আরো পজেটিভ এর সংখ্যা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়ার শুভেচ্ছা টুইট করে বলেন, করোনায় দেশে সুস্থতার হার ৯০% যা আবারো ভালো দিনের আসা যোগাচ্ছে দেশবাসীর মনে।