দলীয় কর্মীসভায় সম্বর্ধিত কোচবিহার তৃণমূল জেলা যুব সভাপতি

কোচবিহারের চান্দামারিতে তৃণমূলের দলীয় কর্মীসভায় যোগ দিলেন জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । জানা গিয়েছে কোচবিহারের দক্ষিণ বিধানসভার চান্দামারীতে এদিন উপস্থিত জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ও যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিককে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় ।

উল্লেখ কিছুদিন আগেই জেলার সাংগঠনিক পদে রদবদল আনা হয় । এই দলীয় সভায় স্থানীয় বিধায়ক উদয়ন গুহকেও দেখা যায় । সূত্রের খবর আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে জেলার বিভিন্ন অঞ্চলে কর্মসূচী করছেন জেলার যুব সভাপতি অভিজিৎ।