নিজস্ব সংবাদদাতা : সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার দলবদল করতে পারেন কংগ্রেসের শীর্ষ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মধ্যপ্রদেশের রাজনৈতিক সংকট তীব্র হওয়ার পরই জানা গিয়েছে, তাঁর ও তাঁর ঘনিষ্ঠ ১৭ জন বিধাকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
যদিও দিগ্বিজয় সিং জানিয়েছিলেন, সোয়াইন ফ্লু হওয়ায় সিন্ধিয়ায় সঙ্গে কথা বলা যাচ্ছে না।তবে সেই বক্তব্য যে একেবারেই ঠিক নয়, তা বোঝা গেল কিছু পরেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেলেন জ্যোতিরাদিত্য।
মধ্যপ্রদেশে মাঝরাতে শুরু হয় মহানাটক। কমলনাথ মন্ত্রিসভার সমস্ত সদস্যই সোমবার রাতে পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রী কমলনাথ সকলের ইস্তফাপত্র গ্রহণ করার কথা স্বীকার করে সংবাদিকদের বলেন, ‘মাফিয়াদের সাহায্যে অচলাবস্থা তৈরি করতে চাইছে বিজেপি।তা সফল হতে দেব না।’ তিনি জানান, মঙ্গলবার ফের নতুন করে মন্ত্রিসভা গঠন করা হবে।