দক্ষিণ দিনাজপুর লকডাউন বাড়ানো হল ৩১ জুলাই পর্যন্ত

আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হল লকডাউন। করোনা সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত জেলা প্রশাসনের। মূলত কনটেইমেন্ট জোনে এই লকডাউন কার্যকর হবে। এনিয়ে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে জানানো হয় ২৭ জুলাই বিকেল পাঁচটা থেকে ৩১ জুলাই পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় লকডাউন চলবে। লকডাউনের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় কনটেইমেন্ট জন আরো পাঁচটি বাড়ানো হল। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় বর্তমানে কনটেইমেন্ট জোনের সংখ্যা হল ৫০ টি। প্রসঙ্গত, কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে দক্ষিণ দিনাজপুর জেলায়। তাতে কিছুটা হলেও উদ্বেগে রয়েছে জেলা প্রশাসন। রাজ্যের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে কনটেইমেন্ট জোনে ৩১ শে জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। রাজ্যের নির্দেশ মোতাবেক এবার দক্ষিণ দিনাজপুর জেলাতেও ৩১ শে জুলাই পর্যন্ত লকডাউন বলবৎ করা হল। পাশাপাশি জেলার তিনটি বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর পৌরসভা ও ৪৭ টি গ্রাম পঞ্চায়েতকে কনটেইমেন্ট জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। আজ নতুন করে জেলায় পাঁচটি কনটেইনমেন্ট জোন বাড়ানো হয়েছে।