আগরতলায় উবের অটো সার্ভিস চালু হল। বর্তমান নিউ নর্মাল পরিস্থিতিতে যাত্রীদের সহজ ও সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থার অভাব দূর করবে উবেরের এই উদ্যোগ। আগরতলায় উবেরের এই অটো সার্ভিস ভারতের ৮৩তম শহরে ও ত্রিপুরায় তাদের প্রথম পদক্ষেপের সূচনা করল।
আগরতলায় উবের অটোর সম্প্রসারণের ফলে সাশ্রয়ী মূল্যে উবেরের ডোরস্টেপ পিক-আপ, সেফ ও কনট্যাক্টলেস পেমেন্টস ব্যবস্থা বাস্তবায়িত হবে। আগামী মাসগুলিতে উবের তার পরিষেবার পরিধি আরও প্রসারিত করবে। দেশে ফের হাজার হাজার মানুষ যাতায়াত শুরু করেছেন। এই সময়ে উবেরের লক্ষ্য হল যাত্রীদের জন্য সহজ পিক-আপ, ঝামেলামুক্ত যাত্রা ও ডিজিটাল পেমেন্টের সুবিধা দেওয়া এবং অটো রিকশ’র জন্য আগেকার ‘স্ট্রিট হেইল মডেল’-এর পরিবর্তে ‘ই-হেইল’ ব্যবস্থা চালু করা। উল্লেখ্য, সেফটি সর্বোচ্চ গুরুত্বের বিষয় এবং বিগত কয়েকমাসে উবের চালকদের জন্য যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করেছে নিরাপত্তামূলক সামগ্রী সংগ্রহের জন্য এবং যাত্রী ও চালকদের মধ্যে নিরাপত্তার বোধ বৃদ্ধির জন্য উদ্ভাবনী প্রযুক্তি-চালিত ব্যবস্থা চালু করেছে।
উবের-এর জেনারেল ম্যানেজার (ইস্ট অ্যান্ড সাউথ ইন্ডিয়া) সুবোধ সাঙ্গয়ান জানান, তাদের সর্বাধিক জনপ্রিয় অটো প্রোডাক্ট নিয়ে আগরতলায় উপস্থিত হতে পেরে তারা খুবই আনন্দিত। এরফলে যাত্রীদের সুবিধাই শুধু হবে না, ড্রাইভার-পার্টনার হিসেবে যারা যোগ দেবেন তাদের জীবিকার্জনের সুযোগ তৈরি হবে।