কোভিডের প্রকোপে হাহাকার চলছে দেশ জুড়ে। এর মধ্যে নতুন করে থাবা বসাচ্ছে কালো ফাঙ্গাসের রোগ বা মিউকোরোমাইকোসিস। শরীরে ঢুকে পড়ছে এই ধরনের ছত্রাক। এরই মধ্যে সম্প্রতি দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র এবং বেঙ্গালুরুতে বেশ কিছু কোভি়ড রোগীদের মধ্যে এই রোগ ধরা পড়েছে। কোভিড আক্রান্তদের উপর এর প্রভাব গুরুতর। এই সংক্রমণ ছড়াতে পারে ফুসফুস এবং মস্তিষ্কে। বিরল এই ছত্রাকের সংক্রমণ খুবই মারাত্মক যা নাক, চোখ এবং কখনও কখনও মস্তিষ্কেও আক্রমণ করে। এই ছত্রাক ইনফেকশন থেকে অন্ধত্ব, জটিল অসুখ এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। কোভিড আক্রান্তদের উপর এর প্রভাব গুরুতর। তবে চিকিৎসকদের কথায় মিউকোরমাইকোসিস থেকে মৃত্যুর আশংকা ৫০%।